ঢাকা: কোপা দেল রে’র প্রথম লেগের খেলায় কাদিজের বিপক্ষে ৩-১ গোলের সহজ জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। তবে নিষিদ্ধ ফুটবলার ডেনিস শেরেশেভকে দলে নিয়ে বিপাকে পড়েছে দলটি।
যার কারণে এক ম্যাচ নিষিদ্ধ ছিলেন শেরেশেভ। তবে ম্যাচে তাকে খেলায় স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি। আর এর ফলে হয়তো স্প্যানিশ কিংস কাপের এ আসর থেকে বাদ পড়তে হতে পারে রিয়ালকে।

এদিকে ম্যাচ শেষে ভিন্ন রকম বক্তব্য দেন রিয়াল কোচ রাফায়েল বেনিতেজ। তিনি বলেন, ‘আসলে এ ব্যাপারে আমরা কিছুই জানিনা। ভিয়ারিয়াল ও ফেডারেশন আমাদের এ ব্যাপারে কোন সতর্কতা দেয়নি। তবে যখন আমরা বিষয়টি জানলাম তখন তার বদলে মাতেও কোভাচিচকে মাঠে নামিয়ে দেই। ’
কাদিজ দলের প্রেসিডেন্ট মানোলো ভিজকানিও কিন্তু রিয়ালকে ছেড়ে দেওয়ার পাত্র নন। তারা ব্যাপারটি নিয়ে লিখিত অভিযোগ জানানোর বিষয়টি নিশ্চিত করেন, ‘এমন অনুপোযুক্ত লাইনআপের জন্য আমরা রিপোর্ট জমা দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। এ ঘটনাটি আমাদের আহত করেছে। ’
এর আগে দ্বিতীয় বিভাগের দল ওসাসুনাকে একই কারণে লিগ কাপ থেকে বাদ দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, ০৩ ডিসেম্বর, ২০১৫
এমএমএস