ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

খেলা

রিয়ালে খেলার স্বপ্ন বালোতেল্লির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৪, ডিসেম্বর ২, ২০১৫
রিয়ালে খেলার স্বপ্ন বালোতেল্লির ছবি: সংগৃহীত

ঢাকা: ইউরোপিয়ান জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদে খেলতে চান স্ট্রাইকার মারিও বালোতেল্লি। এমনটিই জানালেন ইতালিয়ান তারকার বর্তমান এসি মিলান সতীর্থ দিয়েগো লোপেজ।

বালোতেল্লি গত মৌসুমে ইংলিশ ক্লাব লিভারপুল থেকে ধারে খেলতে এসেছেন সান সিরোতে।

ঐতিহাসিক ক্লাবটিতে এসে শুরুটাও দুর্দান্ত করেছিলেন ফুটবলের ব্যাড বয় খ্যাত বালোতেল্লি। তবে অক্টোবরের শুরুর দিকে গ্রোইং ইনজুরির কারণে বর্তমানে সাইড লাইনে সময় পার করছেন তিনি।

লোপেজ এর আগে গ্যালাকটিকোদের হয়ে দুই মৌসুম খেলেছিলেন। পরে ২০১৪’র গ্রীষ্মে মিলানে পাড়ি দেন। তিনি জানান, বালোতেল্লি ব্যক্তি হিসেবে খুবই অসাধারণ। আর তার স্বপ্ন অনেক ওপরের দিকে।

লোপেজ বলেন, ‘আসলে সমর্থকরা তাকে যেভাবে দেখে, সে তেমন না। সে ব্যক্তি হিসেবে চমৎকার। আর ফুটবলার হিসেবেও সে দুর্দান্ত। রিয়াল মাদ্রিদে খেলা তার স্বপ্ন। ’

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ০২ ডিসেম্বর, ২০১৫
এমএমএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।