ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

খেলা

চলতি বছর লা লিগার ১৭তম রাউন্ড শেষ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২১, নভেম্বর ২৯, ২০১৫
চলতি বছর লা লিগার ১৭তম রাউন্ড শেষ

ঢাকা: স্প্যানিশ লা লিগা ফুটবল কর্তৃপক্ষের (এলএফপি) সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর আসরের নয়টি ম্যাচ ভিন্ন ভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ১৭তম রাউন্ডের এ ম্যাচগুলোতে মাঠে নামবে বার্সেলোনা, অ্যাতলেতিকো মাদ্রিদ আর রিয়াল মাদ্রিদের মতো বড় দলগুলো।



৩১ ডিসেম্বর খেলা হবে ১৭তম রাউন্ডের শেষ ম্যাচটি। সে ম্যাচের মধ্যদিয়ে মাঠে গড়াবে আরেকটি ডার্বি ম্যাচ। বছরের শেষ ম্যাচটিতে লড়বে ভিয়ারিয়াল আর ভ্যালেন্সিয়া।

এলএফপি’র সিদ্ধান্ত অনুযায়ী ২৫ ডিসেম্বরের আগে প্রতিটি স্প্যানিশ ক্লাব তাদের ফুটবলারদের ক্রিসমাসের (বড় দিন) ছুটি দিতে পারবে। এর আগে ২০ ডিসেম্বর নিজেদের ম্যাচগুলোতে লড়বে ক্লাবগুলো।

৩০ ডিসেম্বরের ম্যাচগুলোতে মুখোমুখি হবে যারা:

রিয়াল মাদ্রিদ-রিয়াল সোসিয়েদাদ
এইবার-স্পোর্টিং গিজন
সেভিয়া-এসপানিওল
লেভান্তে-মালাগা
রায়ো ভালকানো-অ্যাতলেতিকো মাদ্রিদ
গেটাফে-দেপোরতিভো লা করুনা
বার্সেলোনা-রিয়াল বেটিস
সেল্টাভিগো-অ্যাতলেটিকো বিলবাও এবং
লাস পালমাস-গ্রানাদা

৩১ ডিসেম্বর:
ভিয়ারিয়াল-ভ্যালেন্সিয়া

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ২৯ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।