ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

খেলা

ইবিতে আন্তঃবিভাগ ক্রিকেট শুরু

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৮, নভেম্বর ২৮, ২০১৫
ইবিতে আন্তঃবিভাগ ক্রিকেট শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইবি (কুষ্টিয়া): ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা ২০১৫ এর উদ্বোধন করা হয়েছে।
 
শনিবার (২৮ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার প্রতিযোগিতার উদ্বোধন করেন।



উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপ উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আনোয়ার হোসেন, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেল প্রমুখ।

পরে প্রতিযোগিতার উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। লোক প্রশাসন ও আল-কুরআন বিভাগের মধ্যে উদ্বোধনী এ খেলায় লোক প্রশাসন বিভাগ ৮৩ রানে জয়ী হয়।
 
প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ২১টি বিভাগ অংশগ্রহণ করছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫   
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।