ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

খেলা

দ্রগবার মন্তব্যে চটেছেন মরিনহো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১২, নভেম্বর ২৮, ২০১৫
দ্রগবার মন্তব্যে চটেছেন মরিনহো ছবি : সংগৃহীত

ঢাকা: সাবেক শিষ্যের করা মন্তব্যে নাখোশ হোসে মরিনহো। কেনই বা হবেন না! সময়টা এমনিতে ভালো কাটছে না চেলসি কোচের।

তার ওপর কাঁটাঘায়ে নুনের ছিটা। সম্প্রতি ব্লুজদের সাবেক স্ট্রাইকার দিদিয়ের দ্রগবা তার আত্মজীবনীতে লেখেন, ‘চেলসির নেতৃত্বে ঘাটতি রয়েছে। ’ আর তাতেই শুরু হয়েছে বিতর্ক।

সাবেক রিয়াল মাদ্রিদ কোচ মরিনহো জানিয়েছেন, দ্রগবা তার বই বিক্রি করতেই এমন মন্তব্য করেছে।

সম্প্রতি আত্মজীবনীটি উন্মোচনের পর এক সাক্ষাতকারে আইভোরিয়ান সাবেক অধিনায়ক বলেছেন, ‘আমার সময় চেলসির ড্রেসিং রুমের একটা নাম-ডাক ছিল। তখন সেখানে বড় তারকারা খেলতো। এছাড়া সবকিছুই ছিল দুর্দান্ত। ’

নিজের বইয়ে দ্রগবা আরও লেখেন, বর্তমান চেলসিতে খেলা জন টেরিই স্ট্যামফোর্ড ব্রিজে খেলা সে সময়ের ফুটবলার ছিলেন। দলের বর্তমান অন্য ফুটবলারদের আরও উন্নতি করতে হবে।

সাবেক শিষ্যের এমন লেখার পর মরিনহো জানান, ‘দ্রগবা এমন কথা বলছে শুধুমাত্র বইটি বিক্রি করার জন্য। তবে আমি বইটি পড়িনি। আমি ভালো সাক্ষাতকার পছন্দ করি। তবে এটা কোন সাক্ষাতকার না। এটি বই বিক্রির জন্য। ’

চলতি মৌসুমে চেলসির হয়ে বাজে সময় কাটাচ্ছেন স্পেশাল ওয়ান খ্যাত মরিনহো। প্রিমিয়ার লিগে ১৩ ম্যাচ শেষে তার দলটি সাতটি পরাজয় নিয়ে রয়েছে লিগ টেবিলের তলানিতে (১৫)।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, ২৮ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।