আফগানিস্তানের বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াইয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। টাইগার বোলারদের বোলিং তোপে আফগান ব্যাটিং লাইনআপ দাঁড়াতেই পারল না।
টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে আফগান ওপেনাররা শুরু থেকেই চাপে ছিলেন। মাত্র ১৮ রানে প্রথম উইকেট হারায় তারা। রহমানউল্লাহ গুরবাজকে তানজিম হাসান সাকিব ফিরিয়ে দেন ১১ রানে। এরপর সেদিকুল্লাহ আতাল (৮) দ্রুত ফিরে গেলে আফগান শিবিরে চাপ আরও বেড়ে যায়।
তবে একপ্রান্ত আগলে রেখে খেলেছেন ইব্রাহিম জাদরান। ১৪০ বল খেলে ৯৫ রানের দারুণ ইনিংস উপহার দেন তিনি। কিন্তু সঙ্গীদের ব্যর্থতায় বড় জুটি গড়তে পারেননি। অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি (৪) ও আজমাতুল্লাহ ওমরজাই (০) একেবারেই ব্যর্থ।
অভিজ্ঞ মোহাম্মদ নবী কিছুটা প্রতিরোধ গড়লেও (২২), তাকেও ফেরান তানজিম সাকিব। শেষদিকে তরুণ আরাফ গজনফার ১৮ বলে ২২ রানের ঝড়ো ইনিংস খেলেই ইনিংসটা দুইশোর কাছাকাছি নিয়ে যান।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মেহেদী হাসান মিরাজ। ১০ ওভারে মাত্র ৪২ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন তিনি। সমান প্রশংসা প্রাপ্য তরুণ তানজিম হাসান সাকিবেরও। ৭ ওভারে ৩৫ রানে তিনি নেন ২ উইকেট। এছাড়া রিশাদ হোসেন ২ ও তানভির ইসলাম ১ উইকেট পান।
বাংলাদেশের লক্ষ্য তুলনামূলক সহজ, মাত্র ১৯১ রানের। এই ম্যাচে জয় পেলেই সিরিজ জয়ের সুযোগ থাকবে বাংলাদেশের সামনে।
এফবি