আন্তর্জাতিক টেনিস অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করতে রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে জমকালো আয়োজনে শুরু হয়েছে ৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০, ঢাকা। ১২টি দেশের প্রতিযোগীদের অংশগ্রহণে শুরু হওয়া এই আন্তর্জাতিক টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম।
শনিবার সন্ধ্যায় এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা ওঠে। উদ্বোধনের পর আয়োজিত হয় টুর্নামেন্টের ট্রফি উন্মোচন ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহ-সভাপতি আশরাফুজ্জামান খান পুটন, সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ (কারেন), অ্যাডহক কমিটির সদস্য বেগম হোসনে আরা রিনা এবং টুর্নামেন্ট ডিরেক্টর সোহেল সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে যুব ও ক্রীড়া সচিব বলেন, 'এই ধরনের আন্তর্জাতিক টুর্নামেন্ট শুধু প্রতিযোগীদের দক্ষতা বৃদ্ধিই করে না, বরং দেশগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলে। আমরা চাই, বাংলাদেশের টেনিস আগামীতেও এগিয়ে যাক। এ লক্ষ্যে মন্ত্রণালয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। '
তিনি আরও জানান, দেশের প্রতিভাবান টেনিস খেলোয়াড় খুঁজে বের করতে শিগগিরই ফেডারেশনকে সঙ্গে নিয়ে 'ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম' চালু করা হবে।
এ বছরের আসরে অংশ নিচ্ছে ১২টি দেশ বাংলাদেশ, অস্ট্রেলিয়া, চীন, চাইনিজ তাইপে, যুক্তরাজ্য, হংকং, ভারত, কোরিয়া, মালদ্বীপ, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্র। আয়োজনে পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে সুজুকি মোটরবাইকস, ব্যাংক এশিয়া ও ডানা পেট্রোলিয়াম লিমিটেড।
এদিকে শনিবার সকাল থেকেই শুরু হয় বাছাইপর্বের খেলা। বালক বিভাগে বাছাইপর্বে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৫ জন, যেখান থেকে ১০ জন উঠবেন মূল পর্বে, যেখানে খেলবেন মোট ২২ জন। বালিকা বিভাগে মূল ড্র’তে থাকছে ২৭ জন খেলোয়াড়।
প্রথম দিনের খেলায় বাংলাদেশের তাসবিদ রহমান, আল মাহিদ, সাফওয়ান সামি, মোহাম্মদ তানভীর ও বকুল আলী ‘বাই’ পেয়ে সরাসরি বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে ওঠেন। ভারতের দিলীপ কুমার অংশ না নেওয়ায় ওয়াকওভার পেয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেন অবিনাশ রাজ। এরপর দ্বিতীয় রাউন্ডে অবিনাশ ৬-১, ৬-২ গেমে হারিয়ে দেন আল মাহিদকে। আরেক ম্যাচে ভারতের গণেশ শিনের বিপক্ষে ওয়াকওভার পেয়ে দ্বিতীয় রাউন্ডে যান সাফওয়ান। তবে বিদায় নিতে হয়েছে তাসবিদ, তানভীর ও বকুলকে।
চলমান এই প্রতিযোগিতায় আইটিএফ হোয়াইট ব্যাজ লেভেল-২ রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের মাসফিয়া আফরিন, যা আয়োজনে একটি গর্বের বিষয়।
আগামীকালও চলবে বাছাইপর্বের খেলা। ১৩ অক্টোবর থেকে শুরু হবে মূল পর্ব, যেখানে দেশি-বিদেশি প্রতিযোগীদের অংশগ্রহণে জমবে আসল লড়াই।
এআর/জেএইচ