ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

খেলা

বসুন্ধরায় ফিজিক্যালি ডিজঅ্যাবলদের ক্রিকেট ক্যাম্প

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৮, আগস্ট ২০, ২০২৫
বসুন্ধরায় ফিজিক্যালি ডিজঅ্যাবলদের ক্রিকেট ক্যাম্প

ফিজিক্যালি ডিজঅ্যাবল ক্রিকেটারদের নিয়ে দুই দিনের ট্রায়াল ও সিলেকশন পর্ব শুরু হয়েছে।  

মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট মাঠের ইনডোরে শুরু হয় এ ট্রায়াল।

জাতীয় প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের উদ্যোগে তারুণ্যের উৎসব উপলক্ষে বিশেষ চাহিদাসম্পন্ন ক্রিকেটারদের নিয়ে এ ক্যাম্প আয়োজন করা হয়। প্রথম ধাপে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের ক্রিকেটাররা ক্যাম্পে অংশগ্রহণ করেন। আজ শেষ ধাপে ঢাকা, সিলেট, বরিশাল ও রংপুর বিভাগের ক্রিকেটাররা ক্যাম্পে থাকবেন। ক্রিকেটারদের উৎসাহ জোগাতে গতকাল উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের সাবেক দুই অধিনায়ক তামিম ইকবাল ও হাবিবুল বাশার সুমন। তাদের সঙ্গে ছিলেন সাবেক ক্রিকেটার ও বর্তমানে ধারাভাষ্যকার আতহার আলী খান।

এনডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।