বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) আজ (১৯ আগস্ট ২০২৫) ছিল এক ব্যতিক্রমী দিন। প্রথমবারের মতো আয়োজন করা হয় “শোকেসিং বিকেএসপি ট্যালেন্ট এবং বিশেষ সম্মাননা প্রদান” অনুষ্ঠান।
অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল বিকেএসপিতে প্রশিক্ষণ নিয়ে উচ্চমাধ্যমিক সম্পন্ন করা প্রশিক্ষণার্থীদের অর্জন তুলে ধরা এবং তাদের ভবিষ্যৎ ক্রীড়াজীবনের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া। একই সঙ্গে দেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিন ধরে অবদান রাখা ব্যক্তিদের সম্মান জানানোও ছিল আয়োজনের অন্যতম লক্ষ্য।
২০২৪-২৫ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ১১৪ জন প্রশিক্ষণার্থীর (আর্চারি, ক্রিকেট, হকি, ফুটবল, সাঁতারসহ ১৭টি বিভাগ) ছয় বছরের সেরা অর্জন ও জাতীয়-আন্তর্জাতিক সাফল্য তুলে ধরা হয় বিভিন্ন ক্লাব, বিশ্ববিদ্যালয়, সংস্থা ও বাহিনীর প্রতিনিধিদের সামনে।
এ ছাড়া প্রথমবারের মতো বিকেএসপির পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয় প্রয়াত ক্রীড়া সংগঠক কাজী মাহতাব উদ্দিন আহমেদকে। দেশের হ্যান্ডবল ও ক্লাব ফুটবলের উন্নয়নে দীর্ঘ ২৪ বছর ধরে অবদান রাখা এ ক্রীড়া ব্যক্তিত্ব বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন, ইয়ং মেরিনার্স ক্লাব ও আরামবাগ ক্লাবের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছিলেন।
সমাপনী বক্তব্যে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম বলেন, “বিকেএসপির প্রশিক্ষণার্থীরা যাতে প্রশিক্ষণ শেষে বিভিন্ন সংস্থা, বাহিনী, বিশ্ববিদ্যালয় ও ক্লাবে যথাযথ মূল্যায়ন পায়, সেটি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। এতে খেলোয়াড়দের ভবিষ্যৎ যেমন নিরাপদ হবে, তেমনি অন্যদেরও ক্রীড়াক্ষেত্রে আসার অনুপ্রেরণা যোগাবে। ”
তিনি আরও বলেন, দেশের ক্রীড়াঙ্গনে যারা নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন, তাদের স্মরণ ও সম্মান জানানো আমাদের দায়িত্ব। সেই লক্ষ্যেই মরহুম কাজী মাহতাব উদ্দিন আহমেদকে সম্মান জানানো হয়েছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এআর/আরইউ