ঢাকা, সোমবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

খেলা

বড় জয় দিয়েই বাছাই পর্ব শেষ করল বাংলাদেশ নারী দল

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪২, জুলাই ৫, ২০২৫
বড় জয় দিয়েই বাছাই পর্ব শেষ করল বাংলাদেশ নারী দল

নারী এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে এক ম্যাচ হাতে রেখেই মূল পর্ব নিশ্চিত করেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। শনিবার (৫ জুলাই) মিয়ানমারের ইয়াঙ্গুনে গ্রুপের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে নিয়মরক্ষার লড়াইয়ে মাঠে নামে পিটার বাটলারের শিষ্যরা।

ম্যাচটি ছিল কেবল আনুষ্ঠানিকতা, তবে তবুও বড় জয় নিয়েই মাঠ ছাড়লেন ঋতুপর্ণারা।

প্রথমার্ধেই ৭-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার ধরে রাখলেও ব্যবধান আর বাড়াতে পারেনি তারা। ফলে আগের সর্বোচ্চ জয়, ২০১০ সালে ভুটানের বিপক্ষে ৯-০ গোলের রেকর্ড অক্ষত থাকল।

ম্যাচের শুরু থেকেই আগ্রাসী খেলতে থাকে লাল-সবুজের মেয়েরা। ৩ মিনিটেই স্বপ্না রানীর গোলে লিড নেয় বাংলাদেশ। এরপর ৬ ও ১৩ মিনিটে জোড়া গোল করেন শামসুন্নাহার জুনিয়র। ১৬ থেকে ২০ মিনিটের মধ্যে আরও তিনটি গোল আসে: ১৬ মিনিটে মনিকা চাকমা, ১৭ মিনিটে ঋতুপর্ণা ও ২০ মিনিটে তহুরা খাতুনের পা থেকে। প্রথমার্ধ শেষ হওয়ার মিনিট তিনেক আগে ঋতুপর্ণা নিজের দ্বিতীয় ও দলের সপ্তম গোলটি করেন।

দ্বিতীয়ার্ধে একাদশে বেশ কিছু পরিবর্তন আনেন কোচ বাটলার। তবে আক্রমণের ধার কমে যায়। ডি-বক্সে তেমন কোনো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে না পারায় গোলের ব্যবধান আর বাড়েনি।

বাছাই পর্বে দুর্দান্ত ফর্মে থাকা বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচেই বাহরাইনকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছিল। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়ে প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয় সাফ চ্যাম্পিয়নরা। আর আজকের জয় তাদের বাছাইপর্ব শেষ করল শতভাগ সাফল্য দিয়ে— তিন ম্যাচে তিন জয়, গোলসংখ্যা ১৬।

আগামী বছর অনুষ্ঠিতব্য নারী এশিয়ান কাপে অংশ নেবে ১২টি দল। স্বাগতিক অস্ট্রেলিয়া, গতবারের চ্যাম্পিয়ন চীন, রানার্সআপ দক্ষিণ কোরিয়া ও তৃতীয় স্থান পাওয়া জাপান সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করেছে। বাছাই পর্ব থেকে ইতোমধ্যেই জায়গা করে নিয়েছে বাংলাদেশ, ভারত, ফিলিপাইন ও ভিয়েতনাম। আরও তিনটি দল নিশ্চিত হবে আজকের দিনের খেলাগুলোর পর। এছাড়া 'এ' গ্রুপের খেলা শুরু হবে ১৯ জুলাই, সেখান থেকেও যাবে একটি দল।

তিন ম্যাচে তিন জয় নিয়ে আত্মবিশ্বাসে টইটম্বুর বাংলাদেশের লক্ষ্য এবার মূল পর্বে নিজেদের ছাড়িয়ে যাওয়া। পিটার বাটলারের মেয়েরা যে সাহস, স্কিল আর সংকল্প দেখাচ্ছেন, তাতে করে এশিয়ার অন্যতম শক্তি হিসেবে আত্মপ্রকাশের প্রত্যাশাই করছেন দেশের ফুটবলপ্রেমীরা।

এআর/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।