ঢাকা, বৃহস্পতিবার, ১০ বৈশাখ ১৪৩২, ২৪ এপ্রিল ২০২৫, ২৫ শাওয়াল ১৪৪৬

খেলা

চট্টগ্রাম টেস্টের দল ঘোষণা, স্কোয়াডে দুই চমক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
চট্টগ্রাম টেস্টের দল ঘোষণা, স্কোয়াডে দুই চমক

বাংলাদেশ-জিম্বাবুয়ের দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে সিলেটে হার দিয়ে শুরু করেছে টাইগাররা। ম্যাচ শেষের কয়েক ঘণ্টা পরেই দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), যেখানে দেখা গেছে বেশ কিছু চমক।

তিন বছর পর টেস্ট দলে ফিরেছেন এনামুল হক বিজয়। প্রথম টেস্টের স্কোয়াডে থাকলেও ম্যাচে না খেলা ওপেনার জাকির হাসানের জায়গায় ডাক পেয়েছেন তিনি। বিজয় সম্প্রতি ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাট হাতে ছিলেন দারুণ ফর্মে। এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ৫০টি সেঞ্চুরির কৃতিত্বও অর্জন করেছেন তিনি।

দলে আরেক নতুন মুখ বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলাম। এই তরুণ এখন পর্যন্ত জাতীয় দলে কেবল ৪টি টি-টোয়েন্টি খেলেছেন। তবে টেস্ট কিংবা ওয়ানডেতে এখনো তার অভিষেক হয়নি। পেসার নাহিদ রানা পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাওয়ায়, তার পরিবর্তে তানভীরকে রাখা হয়েছে স্কোয়াডে।

দ্বিতীয় টেস্টটি শুরু হবে আগামী ২৮ এপ্রিল, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম)। সিরিজে সমতা ফেরাতে এই ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া থাকবে বাংলাদেশ।

বাংলাদেশের দ্বিতীয় টেস্টের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।

বাংলাদেশ সময়: ২২৩৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।