ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

রায়গঞ্জে ধর্ষণের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫০, অক্টোবর ১৭, ২০২৫
রায়গঞ্জে ধর্ষণের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার প্রতীকী ছবি

সিরাজগঞ্জের রায়গঞ্জে মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. ফরিদুল ইসলাম ওরফে বিটকেলকে (১৯) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়াকোল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফরিদুল রায়গঞ্জ উপজেলার মীরের দেউলমুড়া গ্রামের মো. বাদশা শেখের ছেলে।  

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্প।  

বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ৩১ আগস্ট ফরিদুল তার বাড়িতে কেউ না থাকার সুযোগে মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করেন। পরে ভুক্তভোগীর মা বিষয়টি জানতে পেরে গত ১ সেপ্টেম্বর রায়গঞ্জ থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে মামলার আসামি ফরিদুল পালিয়ে বেড়াচ্ছিলেন। গোপন খবর পেয়ে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে ফরিদুলকে রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।