ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

পরিবর্তনের সূচনাকে স্থায়ী করতে বিএনপি লড়াই করছে: নার্গিস বেগম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩১, অক্টোবর ১৬, ২০২৫
পরিবর্তনের সূচনাকে স্থায়ী করতে বিএনপি লড়াই করছে: নার্গিস বেগম বৃহস্পতিবার যশোর নগর মহিলা দলের আঞ্চলিক কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম

যশোর: বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, দীর্ঘ ১৬ বছর লড়াই করে  ফ্যাসিস্টের পতনের মাধ্যমে প্রাথমিক জয় হয়েছে। একটি ধাপ অতিক্রমের মধ্য দিয়ে যে পরিবর্তনের সূচনা হয়েছে সেটিকে স্থায়ী করতে বিএনপি নতুন করে লড়াই করছে।

 

যাতে দেশের সকল মত-পথের মানুষ যার যার অবস্থান থেকে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে। সেটি করতে পারলে গণতন্ত্রের সৌন্দর্য বিকশিত হবে।

বৃহস্পতিবার যশোর নগর মহিলা দলের নবগঠিত আঞ্চলিক কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।  

জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় অধ্যাপক নার্গিস বেগম আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বুঝেছিলেন দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাদেরকে পেছনে ফেলে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই তিনি দেশকে স্বয়ংসম্পূর্ণ করার প্রয়োজনীয়তা অনুভব করে দেশের উন্নয়নে নারীদেরকে সম্পৃক্ত করেছিলেন।  

যশোর নগর মহিলা দলের সভাপতি শামসুন্নাহার পান্নার সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  

সভায় আরো বক্তব্য রাখেন নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, সাধারণ সম্পাদক ফেরদৌসী বেগম, নগর মহিলা দলের সাধারণ সম্পাদক সাবিহা সুলতানা প্রমুখ।  

সভা পরিচালনা করেন জেলা মহিলা দলের সহসাংগঠনিক সম্পাদক আনোয়ারা পারভীন আনু।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।