ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

টাঙ্গাইলে ৩ গাড়ির সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৪, অক্টোবর ১৬, ২০২৫
টাঙ্গাইলে ৩ গাড়ির সংঘর্ষে নিহত ২ টাঙ্গাইলে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের বড়বাইদ এতিমখানা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে একটি ব্যাটারিচালিত ভ্যান, একটি মাহিন্দ্রা ও একটি পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মাহিন্দ্রার ২ জন যাত্রীর মৃত্যু হয়। এ সময় অন্তত ১০ জন আহত হয়।

খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। দুইজনের লাশ উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

মধুপুর থানার অরনখোলা পুলিশ ফাঁড়ির এসআই বিমল চন্দ্র পাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো জব্দ করা হয়েছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।