ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

গোপালগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪০, অক্টোবর ১৭, ২০২৫
গোপালগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল

গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদরের চরপাথালিয়ায় এলাকায় আলামিন মোল্লা (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।  

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ১২টার দি‌কে এ ঘটনা ঘটে।

নিহত আলামিন মোল্লা একই গ্রামের লায়েব আলী মোল্লার ছেলে।  

পুলিশ জানায়, আলামিন পেশায় একজন গাড়িচালক। ঢাকা-খুলনা মহাসড়কের পাশে চরপাথালিয়া এলাকার দোলা ফিলিং স্টেশনের পাশের একটি গ্যারেজে গাড়ির কাজ করানোর সময় মোবাইল ফোনে চার্জ দেওয়া নিয়ে পাশের এলাকার আল রাফি শেখের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।  

পরে কাজ শেষ করে রাত ১২টার দি‌কে বাড়ি ফেরার পথে আল রাফি শেখের নেতৃত্বে চার/পাঁচজন তাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে  জখম করেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা আলামিনকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহআলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত আল রাফি শেখ (১৯) পাশের জেলা বাগেরহাটের ফকিরহাটে উপজেলার বারইপাড়ার আসলাম শেখের ছেলে। তাকে হত্যায় ব্যবহৃত অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।  

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।