ঢাকা, রবিবার, ৬ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

হারানো ৫০ মোবাইল মালিকদের কাছে ফিরিয়ে দিল পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৬, সেপ্টেম্বর ২১, ২০২৫
হারানো ৫০ মোবাইল মালিকদের কাছে ফিরিয়ে দিল পুলিশ চুরি ও হারিয়ে হওয়া ৫০ মোবাইলফোন উদ্ধার প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

রাঙামাটিতে বিভিন্ন সময় চুরি ও হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের সফল প্রচেষ্টায় উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এসব মোবাইলফোন মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার (এসপি) ড. এস এম ফরহাদ হোসেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জেলার বিভিন্ন স্থানে হারিয়ে যাওয়া ও চুরি হওয়া ৫০টি মোবাইলফোন জিডি মূলে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল। সাইবার অপরাধ প্রতিরোধের লক্ষ্যে গঠিত এ সেল ক্লুলেস মামলা ডিটেকশনের পাশাপাশি এ পর্যন্ত ৫০৫টি হারানো মোবাইলফোন উদ্ধার করতে সক্ষম হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ১ লাখ টাকা।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সাইবার ক্রাইম মনিটরিং সেলের সদস্যরা উপস্থিত ছিলেন।

মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে ভুক্তভোগীরা তাদের হারানো ফোন ফেরত পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং এসপির প্রতি কৃতজ্ঞতা জানান।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।