মাগুরার মহম্মদপুরে চুরির অভিযোগে বাড়ি থেকে ধরে নিয়ে মো. ইসরাফিল (৪০) নামে একজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার জাঙ্গালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, কয়েকদিন আগে পূর্ব নারায়ণপুর গ্রামের এক ব্যক্তির মোবাইলফোন চুরি হয়। সে সময় থেকেই ইসরাফিলকে সন্দেহ করা হচ্ছিল। মঙ্গলবার এলাকায় আরও একটি চুরির ঘটনা ঘটলে স্থানীয়রা জড়ো হয়ে তাকে বাড়ি থেকে ধরে এনে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তার মৃত্যু হয়।
ইসরাফিলের নামে মহম্মদপুর থানা ছাড়াও বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে।
মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী মো. আবু আহসান জানান, ইসরাফিলকে অর্ধমৃত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয়রা নিয়ে এলে তাকে চিকিৎসাসেবা দেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের স্বজনদের খোঁজ করা হলেও কাউকে পাওয়া যায়নি। পরে লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ইসরাফিলের নামে আগে কয়েকটি চুরির অভিযোগ থাকলেও বর্তমানে কোনো মামলা নেই। এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এসআরএস