ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অভিযোগে ৫ জেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৫, সেপ্টেম্বর ১৬, ২০২৫
সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অভিযোগে ৫ জেলে আটক

সাতক্ষীরা: পশ্চিম সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে পাঁচ জেলেকে আটক করেছে বন বিভাগ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশনের আওতাধীন রায়মঙ্গল নদীর কাচিকাটা অভয়ারণ্য এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের টেংরাখালী আব্দুল জলিলের ছেলে রবিউল ইসলাম, আব্দুল কাদের, একই এলাকার আমজাদ হোসেনের ছেলে আশিকুর রহমান, মৃত আবুল হোসেন গাজীর ছেলে মোস্তফা গাজী ও আবুল বাশার।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ফজলুল হক জানান, সুন্দরবনের কাচিকাটা টহল টিমের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের রায়মঙ্গল নদীর কাচিকাটি অভয়ারণ্য এলাকায় অভিযান চালিয়ে পাঁচ জেলেকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ৩০ কেজি মাছসহ ৩টি নৌকা, জাল ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়। তাদের লোকালয়ে আনা হচ্ছে, আদালতে পাঠানো হবে।  

 

এমআরএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।