গাজীপুরের শ্রীপুর উপজেলার সোনাবহ এলাকায় বিষধর একটি সাপের ছোবলে রিমা আক্তার (২৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোর রাতে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত রিমা ওই এলাকার ফিরোজ আহম্মেদের মেয়ে। তিনি গৃহিণী ছিলেন।
নিহতের চাচা মানিক মিয়া জানান, প্রতিদিনের মতো সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে খাবার খেয়ে নিজ ঘরে খাটের ওপর ঘুমিয়ে পড়েন রিমা। রাত ২টার দিকে একটি সাপ তার হাতে ছোবল দেয়। একটু ব্যথা অনুভব করে তিনি আবার ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর তাকে আবারও সাপে ছোবল দেয়। এ সময় তিনি চিৎকার দিলে বাড়ির লোকজন এগিয়ে আসে। পরে ঘরের লাইট জ্বালালে ঘরের ভেতর বিষধর একটি সাপ দেখা যায়। একপর্যায়ে রিমাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে সাপের অ্যান্টিভেনম না থাকায় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআরএস