ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

গাইবান্ধায় নদীতে ভাসছিল শিক্ষিকার লাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৯, সেপ্টেম্বর ১৬, ২০২৫
গাইবান্ধায় নদীতে ভাসছিল শিক্ষিকার লাশ ঘাঘট নদী থেকে স্কুলশিক্ষিকার ভাসমান লাশ উদ্ধারের সময় উৎসুক জনতার ভিড়। ইনসেটে তাসমিন আরা নাজ

গাইবান্ধা সদরে ঘাঘট নদী থেকে তাসমিন আরা নাজ (৪০) নামে এক স্কুলশিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে খোলাহাটী ইউনিয়নের পূর্ব কোমরনই মিয়াপাড়া এলাকায় নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত নাজ ওই গ্রামের নাজির হোসেনের মেয়ে। তিনি শহরের এনএইচ মডার্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে অবিবাহিত ছিলেন তিনি।

নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার ভোরে নাজ বাড়ি থেকে বের হন। এরপর আর ফিরে না আসায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। দুপুরের দিকে নদীতে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

সহকর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন তাসমিন আরা নাজ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।