সড়ক সংস্কারকাজ দখল সংক্রান্ত একাধিক সংবাদ প্রকাশ করায় লালমনিরহাটে সাংবাদিক খোরশেদ আলম সাগরসহ অন্যান্য সাংবাদিকদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও নিরাপত্তার দাবিতে জেলা পুলিশ সুপারের (এসপি) কাছে স্মারকলিপি দিয়েছেন সাংবাদিকরা। এদিকে জেলা প্রশাসকের কার্যালয়ের বাইরে পূর্ব ঘোষিত মানববন্ধন একদিনের জন্য স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট জেলা এসপি মো. তরিকুল ইসলামের কাছে স্মারকলিপি দেন সাংবাদিক নেতারা।
গভীর উদ্বেগ প্রকাশ করে স্মারকলিপিতে বলা হয়, ‘সম্প্রতি সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য-উপাত্তের ভিত্তিতে দৈনিক আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে একটি চক্র ওই পত্রিকার জেলা প্রতিনিধি খোরশেদ আলম সাগরের ওপর ক্ষুব্ধ হয়। এরই জেরে একটি রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা-ভাঙচুরের মামলায় সাংবাদিক সাগরকে আসামি করে হয়রানির অপচেষ্টা চলছে। যা অত্যন্ত ন্যাক্কারজনক বলে আমরা মনে করি। ’
এছাড়া সম্প্রতি পাটগ্রাম থানার একটি হত্যা মামলায় দৈনিক ইত্তেফাকের পাটগ্রাম প্রতিনিধি আজিজুল হক দুলাল এবং সমকাল পত্রিকার প্রতিনিধি মামুন হোসেন সরকারকে আসামি করা হয়েছে।
স্মারকলিপিতে তিন সাংবাদিক ‘সম্পূর্ণ নির্দোষ বলে নির্মোহভাবে প্রমাণিত হবে’ উল্লেখ করে আইনগত প্রক্রিয়ায় দ্রুত তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানানো হয়।
স্মারকলিপি গ্রহণ শেষে পুলিশ সুপার আন্তরিকতার সঙ্গে সাংবাদিকদের দাবি দ্রুত সময়ের মধ্যে আইনি প্রক্রিয়ায় সমাধানের আশ্বাস দেন।
এদিকে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘোষিত মানববন্ধন স্থগিত করা হয়েছে। আদিতমারী প্রেসক্লাব এ মানববন্ধনের ডাক দিয়েছিল। সেখানে যোগ দিতে জেলার বিভিন্ন উপজেলা প্রেসক্লাব ও সাংবাদিক সংগঠনের নেতারা এবং জেলা শহরে কর্মরত অনেক গণমাধ্যমকর্মী উপস্থিত হন। তবে কর্মসূচি শুরুর প্রাক্কালে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক একেএম মমিনুল হকসহ দলটির একটি প্রতিনিধি দল সেখানে গিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা নিরসনের প্রস্তাব দিলে একদিনের জন্য কর্মসূচি স্থগিত করা হয়।
সাংবাদিকদের মানববন্ধন কর্মসূচির প্রধান সমন্বয়ক ও আদিতমারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুলতান হোসেন বলেন, বিএনপির শীর্ষ পর্যায়ের নির্দেশে আসা প্রতিনিধি দল সাংবাদিকদের মামলাসহ চলমান সংকট সমাধানে বৈঠকে বসার আশ্বাস দিলে মানববন্ধন স্থগিত করা হয়েছে।
বিএনপির প্রতিনিধি দলের প্রধান একেএম মমিনুল হক বলেন, সাংবাদিকরা আমাদের প্রতিপক্ষ নন। তাই আলোচনার মাধ্যমে আমরা অবশ্যই সমস্যার সমাধান করব।
এসআরএস