ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

যশোরে অস্ত্রসহ ১৭ মামলার আসামি ইমলাক গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৯, সেপ্টেম্বর ১৬, ২০২৫
যশোরে অস্ত্রসহ ১৭ মামলার আসামি ইমলাক গ্রেপ্তার অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ইমলাক

যশোর সদর উপজেলার বড় গোপালপুরের ফুলতলা বাজার থেকে অস্ত্র ও গুলিসহ ইমলাক নামে ১৭ মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।



গ্রেপ্তার ইমলাক জেলা সদর উপজেলার সালিয়াট গ্রামের আলতাফ হোসেনের ছেলে এবং নিষিদ্ধ চরমপন্থি সংগঠন ‘সর্বহারা’র আঞ্চলিক নেতা মফজেল হত্যা মামলারও আসামি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, ইমলাক দীর্ঘদিন পালিয়ে বেড়াচ্ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে ফুলতলা বাজার তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শ্যুটারগান ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়। সন্ধ্যার পর তাকে কোতোয়ালি থানায় আনা হয়। ইমলাককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অভিযান শেষ হলে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

স্থানীয়রা জানান, হত্যা, ডাকাতি, ছিনতাইসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন ইমলাক। নিজেকে সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের অনুসারী হিসেবে প্রচার করতেন তিনি।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।