ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

মাগুরায় সাবেক এমপি সাইফুজ্জামান শেখরের ভাইয়ের বিরুদ্ধে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২২, সেপ্টেম্বর ১৬, ২০২৫
মাগুরায় সাবেক এমপি সাইফুজ্জামান শেখরের ভাইয়ের বিরুদ্ধে মানববন্ধন মানববন্ধন

মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামানের পরিবারের সদস্যের অত্যাচার ও নির্যাতনের বিচার দাবিতে মানববন্ধন করেছে মাগুরার নির্যাতিত সাধারণ মানুষ।  

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে বক্তব্য দেন- মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আমিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক হাসানুর রহমান হাসু, সাবেক সভাপতি স্বেচ্ছাসেবক দলের আসাদুজ্জামান শামীমসহ নির্যাতিত ও অত্যাচারের শিকার পরিবারের সদস্যরা।  

এ সময় বক্তারা বলেন আওয়ামী লীগ সরকারের সময়ে দলে থাকা আশরাফুজ্জামান হিসাম সাধারণ মানুষের ওপর অত্যাচার ও নির্যাতন চালিয়েছে। সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শেখরের ভাই হওয়াতে এমন অত্যাচার করেছে বলে বক্তারা বলেন।  

এ সময় সাংবাদিকসহ সাধারণ মানুষও আশরাফুজ্জামানের নির্যাতনের শিকার হন।  

গেল আগস্ট মাসে চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে আটক হয় সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শেখরের ছোট ভাই আশরাফুজ্জামান হিসাম। তারপর মাগুরা থানা পুলিশের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। ‌ পরে মাগুরা জেলা ও দায়রা জজ তার তিনদিনের রিমান্ড আবেদন করেন। এই রিমান্ডের পরিপ্রেক্ষিতেই নির্যাতিত সাধারণ মানুষ আজ মাগুরায় মানববন্ধন করেছে। মানববন্ধনে নির্যাতিতরা তাদের অত্যাচার ও নির্যাতনের কথা তুলে ধরেন।  

এ সময় বক্তারা আরও বলেন, আশরাফুজ্জামান একজন সন্ত্রাসী এবং অস্ত্রধারী। তিনদিন রিমান্ড আবেদন বাড়িয়ে এক সপ্তাহের রিমান্ড দেওয়ার দাবি জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা।  

তারা বলেন, গেল আওয়ামী লীগ সরকারের সময় সাইফুজ্জামান শেখরের ছত্রছায়ায় তার ভাই হিসামের নির্যাতনের শিকার হয় সাধারণ মানুষ।  

এ সময় বক্তারা আরও বলেন, গ্রেফতারকৃত হিসাবে অবৈধ অস্ত্র উদ্ধার, রাব্বি হত্যার বিচার ও গ্রেপ্তারের দাবি করেন তারা।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।