ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

গাজীপুরে ডিবি পুলিশের ধাওয়ায় নদীতে ঝাঁপ, ব্যবসায়ী নিখোঁজ 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২২, আগস্ট ২৮, ২০২৫
গাজীপুরে ডিবি পুলিশের ধাওয়ায় নদীতে ঝাঁপ, ব্যবসায়ী নিখোঁজ  নিখোঁজ ব্যবসায়ী আমজাদ হোসেন

গাজীপুর: গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার বাইমাইল এলাকায় গোয়েন্দা (ডিবি) পুলিশের ধাওয়া খেয়ে তুরাগ নদীতে ঝাঁপ দিয়ে এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে ডুবুরি দল।

নিখোঁজ ওই ব্যবসায়ী হলেন-গাজীপুর মহানগরের টান কড্ডা কাঁঠালিয়া পাড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে আমজাদ হোসেন।

নিখোঁজ ব্যবসায়ীর স্বজনদের অভিযোগ মাইক্রোবাসযোগে ডিবি পুলিশ এসে আমজাদ হোসেনকে ধাওয়া করে। এ সময় ভয়ে তিনি নদীতে ঝাঁপ দেন এবং নিখোঁজ হন। আমজাদ হোসেনের বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই। তিনি বালুর ব্যবসা করতেন।

ওই ব্যবসায়ীর স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার বাইমাইল এলাকায় বালুরগদিতে বসে ছিল আমজাদ হোসেন। একপর্যায়ে একটি মাইক্রোবাসযোগে ৮-১০ জন লোক এসে তার অফিসের চারদিকে ঘিরে ফেলে এবং নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। পরে তারা আমজাদ হোসেনকে আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বালুর ব্যবসায়ী আমজাদ হোসেন দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে ডিবি পুলিশ পরিচয় দেওয়া লোকজন পেছন থেকে তাকে ধাওয়া করে। উপায় না পেয়ে আমজাদ হোসেন তুরাগ নদীতে ঝাঁপ দেয়। পরে তার পেছনে ধাওয়া করা লোকজন চলে যায়। এরপর থেকেই আমজাদ হোসেন নিখোঁজ রয়েছে।

খবর পেয়ে আমজাদ হোসেনের পরিবারের লোকজন ও এলাকাবাসী তাকে খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পায়নি। পরের টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল থেকে উদ্ধার কার্যক্রম শুরু করে বিকেল ৪টা পর্যন্ত তার কোনো সন্ধান পায়নি।

টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার মো. ইদ্রিস আলী জানান, লোকজন বলছে পুলিশের ধাওয়া খেয়ে আমজাদ হোসেন নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়। তবে বিষয়টি পরিষ্কার নয়। খবর পেয়ে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করলেও বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

আরএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।