দীর্ঘ ১৬ বছর পর উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহে দক্ষিণ ও উত্তর জেলার অধিনস্থ ৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে ছাত্রদলের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে ছাত্রদল নেতাকর্মী ও সমর্থকদের আনন্দমুখর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৫টার দিকে সংশ্লিষ্ট সাংগঠনিক ইউনিটগুলোর টিম প্রধানদের নির্দেশনায় এসব কমিটি অনুমোদন দেয় স্ব স্ব জেলা ইউনিটের দ্বায়িত্বশীল নেতারা।
উচ্ছ্বসিত নেতাকর্মীরা জানান, বিগত ১৫ বছর ছাত্রলীগের হামলা, মামলা ও নির্যাতনে ক্যাম্পাসে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করতে পারেনি ছাত্রদল। তবে দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে দীর্ঘ প্রায় ১ বছর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মতবিনিময় করে সন্ত্রাস ও মাদকমুক্ত ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে ছাত্রদলের নেতৃত্ব বাছাই করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘোষিত কমিটিগুলোর মধ্যে দক্ষিণ জেলার অধিনস্থ ৩৫টি কমিটির অনুমোদন করা হয়। এতে স্বাক্ষর করেন দক্ষিণ জেলার সভাপতি আজিজুল হাকিম আজিজ এবং সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেন।
এর আগে দক্ষিণ জেলা ইউনিটের অধিনস্থ গফরগাঁও সরকারি কলেজ এবং মুক্তাগাছা সরকারি শহীদ স্মৃতি কলেজের আংশিক কমিটি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে গঠন করা হয়।
অপরদিকে উত্তর জেলা ইউনিটের ১২টি কমিটির মধ্যে ১০টি কমিটি অনুমোদন হয়েছে। যৌথ স্বাক্ষরে এসব কমিটি অনুমোদন করা হয় বলে নিশ্চিত করেছেন উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নূরুজ্জামান সোহেল এবং সাধারণ সম্পাদক একেএম সুজা উদ্দিন। বাকি ২টি কমিটিও দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করা বলে বলেও জানান তারা।
এ বিষয়ে দক্ষিণ জেলার টিম প্রধান এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি মো. শাকির আহম্মেদ জানান, বিগত ১৫ বছর দেশের শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে ছাত্রলীগ ছাড়া অন্য কোনো ছাত্র সংগঠনের সহাবস্থান ছিল না। তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সন্ত্রাসীদের অভয়ারণ্য তৈরি করেছিল। কিন্তু ছাত্রদল চেষ্টা করছে মাদক ও সন্ত্রাসমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে। এ লক্ষ্যে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার আদায়ে ছাত্রদল কাজ করছে। আমরা প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে চাই। ’
এছাড়াও দ্রুত সময়ের মধ্যে ময়মনসিংহ মহানগর ইউটিনের অধিনস্থ কমিটিগুলো ঘোষণা করা হবে বলেও জানান এই ছাত্রদল নেতা।
আরএ