ঢাকা, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

কুমিল্লায় ৫ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৩, আগস্ট ২৫, ২০২৫
কুমিল্লায় ৫ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ ফেরত আসা বাংলাদেশিরা

বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক পাঁচ বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (২৫ আগস্ট) বিকেলে বিএসএফের সঙ্গে  পতাকা বৈঠকের মাধ্যমে তাদের গ্রহণ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

সীমান্ত মেইন পিলার ২১২৫ এর আনুমানিক পাঁচ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফেনীর গীলাবাড়ি নামক স্থানে তাদের হস্তান্তর করে বিএসএফ।  

বিষয়টি নিশ্চিত করেছেন ১০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ।

ওই পাঁচ নাগরিক হলেন- নওগাঁর পত্নীতলা থানার রগুনাথপুর গ্রামের আবু জাফরের ছেলে মো. রাফি (২৫), চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার হেদায়েত উল্লার ছেলে মো. আবুল বাশার (৫৫), ফেনীর পরশুরাম উপজেলার বটতলী বাজার এলাকার নিজকালিকাপুর গ্রামের দেলোয়ার হোসেন দিলুর ছেলে এমদাদ হোসেন (২৭), ছাগলনাইয়া উপজেলার ফয়েজ আহাম্মদের ছেলে মো. গিয়াস উদ্দিন (৪০) ও পরশুরাম উপজেলার গুথুমা গ্রামের খায়েজ আহাম্মদ ভূঁঞার ছেলে সাইদুজ্জামান ভূঁঞা (২৯)।

বিজিবি সূত্রে জানা গেছে, আটক বাংলাদেশি নাগরিকরা বিভিন্ন সময়ে ভারতে অনুপ্রবেশ করে বিভিন্ন স্থানে অবস্থানকালে স্থানীয় ভারতীয় পুলিশ ও বিএসএফ তাদের আটক করে। পরবর্তীতে দায়িত্বপূর্ণ এলাকার বিএসএফ তাদের ফেরত দেওয়ার ব্যাপারে বিজিবির কাছে অনুরোধ করলে পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে তাদের নাগরিকত্ব ও ঠিকানা যাচাই করে সঠিক পাওয়া যায়। সোমবার বিজিবি-বিএসএফ যৌথ পতাকা বৈঠকের মাধ্যমে আটক বাংলাদেশি নাগরিকের যথাযথ প্রক্রিয়ায় হস্তান্তর-গ্রহণ সম্পন্ন করে অনুপ্রবেশের দায়ে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

১০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ বলেন, আমাদের সঙ্গে বিএসএফ যোগাযোগ করলে তাদের আমরা গ্রহণ করি। আইনি প্রক্রিয়া শেষ হলে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।