ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

পঞ্চগড়ে ট্রাকচাপায় স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৪, আগস্ট ২৩, ২০২৫
পঞ্চগড়ে ট্রাকচাপায় স্কুলছাত্রের মৃত্যু প্রতীকী ছবি

পঞ্চগড়ে ট্রাকচাপায় রাকিব (১০) নামে মোটরসাইকেল আরোহী এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শাকিল ইসলাম (২২) নামে একজন।


শনিবার (২৩ আগস্ট) দুপুরে জেলা সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লাঠুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ব্যারিস্টার বাজার–মিলনবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত রাকিব একই উপজেলার ধাক্কামারা ইউনিয়নের দোমনী অমরপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে। সে দোমনী সরকারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। আহত শাকিল সম্পর্কে তার খালাতো ভাই হোন।

জানা যায়, শনিবার দুপুরে সাতমেড়া ইউনিয়নের খেঁকিপাড়া এলাকা থেকে দাওয়াত খেয়ে মোটরসাইকেলযোগে খালাতো ভাই শাকিলের সঙ্গে বাড়ি ফিরছিল রাকিব। পথে লাঠুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এলে বালুবাহী একটি ট্রাককে ওভারটেক করার সময় মোটরসাইকেলটি ট্রাকের সামনের অংশে ধাক্কা খায়। এতে আরোহী রাকিব সড়কে পড়ে যায়। এতে ট্রাকচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং শাকিল সড়কের পাশে ছিটকে পড়ে আহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। ঘটনার পর ট্রাক রেখে চালক ও তার সহকারী (হেলপার) পালিয়ে যান। স্থানীয়দের সহায়তায় ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায় পঞ্চগড় সদর থানা পুলিশ।

পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মুন্না সরকার জানান, লাশের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরিবার লিখিত অভিযোগ দায়ের করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।