ঢাকা, শনিবার, ৭ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

সারাদেশ

মেঘনা থেকে পাওয়া লাশটি বিভুরঞ্জনেরই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২১, আগস্ট ২৩, ২০২৫
মেঘনা থেকে পাওয়া লাশটি বিভুরঞ্জনেরই জ্যেষ্ঠ সাংবাদিক ও কলাম লেখক বিভুরঞ্জন সরকার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন সংলগ্ন বলাকির চর এলাকায় মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধারকৃত লাশটি নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের বলে নিশ্চিত করেছে তার পরিবার।

শুক্রবার (২২ আগস্ট) রাতে বিভুরঞ্জন সরকারের পরিবারের সদস্যরা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে গিয়ে লাশটি শনাক্ত করেন।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এ সময় লাশটি দেখতে বিভুরঞ্জন সরকারের মতো মনে হওয়ায় তার পরিবারের সদস্যদের খবর দেয় পুলিশ।

কলাগাছিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক (আইসি) সালেহ আহমেদ পাঠান বলেন, আমরা বিকেলে লাশটি উদ্ধার করেছিলাম। উদ্ধার করার পরে বিভুরঞ্জন সরকারের পরিবারের সদস্যরা মুন্সিগঞ্জ সদর জেনারেল হাসপাতালে এসে লাশটি শনাক্ত করেছেন।

নৌ পুলিশ সুপার (এসপি) মো. আলমগীর হোসেন জানান, বিভুরঞ্জন সরকারের পরিবারের সদস্যরা তার লাশটি শনাক্ত করেছেন।

এর আগে গত দুদিন ধরে নিখোঁজ ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকার। তিনি দৈনিক আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক পদে কর্মরত ছিলেন।

এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।