ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

সারাদেশ

বান্দরবানে ৮ মাসে ১৮ ধর্ষণের ঘটনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৩, আগস্ট ২০, ২০২৫
বান্দরবানে ৮ মাসে ১৮ ধর্ষণের ঘটনা বান্দরবান প্রেসক্লাবে ‘নারীর প্রতি সহিংসতা রোধে সংলাপ

চলতি বছরে জানুয়ারি থেকে ২০ আগস্ট পর্যন্ত বান্দরবান জেলায় ১৮টি ধর্ষণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় এনজিও সংস্থা বলিপাড়া নারী উন্নয়ন কেন্দ্রের (বিএনকেএস) উপ নির্বাহী পরিচালক উবানু মার্মা।

বুধবার (২০ আগস্ট) সকালে বান্দরবান প্রেসক্লাবে ‘নারীর প্রতি সহিংসতা রোধে গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সুশীল সমাজের নাগরিকদের ভূমিকা শীর্ষক সংলাপ’ বিষয়ক এক অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরেন উবানু মার্মা।

সংলাপে ২০২৪ সালে সারাদেশের নারী নির্যাতনের চিত্র তুলে ধরা হয়, পাশাপাশি চলতি বছরের জানুয়ারি থেকে ২০ আগস্ট পর্যন্ত বান্দরবানে ৩৪টি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে বলে জানানো হয়। জেলা লিগ্যাল এইড, পুলিশ ও গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে বিএনকেএস এর উপ নির্বাহী পরিচালক উবানু মার্মা এ তথ্য তুলে ধরেন বলে নিশ্চিত করেন।  

এসময় তিনি ৮ মাসেই বান্দরবানের পাহাড়ে নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এবং প্রশাসনকে ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উপ নির্বাহী পরিচালক উবানু মার্মা জানান, প্রাথমিকভাবে আমরা যে তথ্য পেয়েছি সে তথ্য অনুযায়ী বান্দরবান জেলার থানচিতে একজন, বান্দরবান সদরে তিনজন, লামা উপজেলায় সাতজন, আলিকদম উপজেলায় দুইজন, রুমা উপজেলায় একজন, নাইক্ষ্যংছড়ি উপজেলায় তিনজন, রোয়াংছড়ি উপজেলায় একজনসহ মোট ধর্ষণের শিকার হয়েছে ১৮জন। আরও ১৬ জন নারী বিভিন্নভাবে নির্যাতনে শিকার হয়েছেন। সবমিলিয়ে আট মাসে বান্দরবানের ৭টি উপজেলায় ৩৪ জন নারী নির্যাতনের শিকার হয়।

সভায় বক্তারা বলেন, দুর্গম এলাকায় কোনো নারী নির্যাতনের ঘটনা ঘটলে অভিভাবকেরা আইনের আশ্রয় নিতে চায় না বা থানায় মামলা দায়ের করতে অনীহা প্রকাশ করেন।

সভায় বক্তব্য দিতে গিয়ে বান্দরবান প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক বলেন, বিএনকেএস পার্বত্য এলাকায় নারী ও শিশুদের উন্নয়নে বিভিন্ন কাজ করছে আর তাদের এই কর্মকাণ্ডের মাধ্যমে প্রশাসন ও সংবাদকর্মীরা অনেক তথ্য সহজেই সংগ্রহ করতে পারছে।
সভায় বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু প্রধান অতিথির বক্তব্য দেন এবং বান্দরবানের পাহাড়ে বিভিন্নভাবে শিশু ও নারীরা নির্যাতনের শিকার হচ্ছে মন্তব্য করে এক্ষেত্রে অভিভাবকদের আরও সচেতন হওয়া এবং যেকোনো ঘটনা ঘটলে দ্রুত প্রশাসনের সঙ্গে যোগাযোগের জন্য সবার প্রতি আহ্বান জানান।  

এসময় তিনি সম্প্রতি বান্দরবানে ৫ যুবক কর্তৃক এক শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের তীব্র নিন্দা প্রকাশ করেন এবং দোষীদের দ্রুত আটক করে শাস্তির জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান।

বিএনকেএস কার্যকরী কমিটির সভানেত্রী নেমকিম বম এর সভাপতিত্বে এসময় সভায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু।

এসময় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকির, বান্দরবান জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও মানবাধিকার কর্মী অং চ মং মারমা, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।