কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল বাজারে অতিরিক্ত বিদ্যুৎ বিলের জের ধরে লাইনম্যানকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে কুমিল্লা পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর বুড়িচং জোনাল অফিস থেকে জননী অয়েল ও রাইস মিলের মিটার খুলে নেওয়া হয়।
জানা যায়, শংকুচাইল বাজারের জননী অয়েল ও রাইস মিলের বিদ্যুৎ মিটারে অতিরিক্ত বিল আসায় প্রতিষ্ঠানের মালিক আবুল হোসেন ভূঁইয়া বুড়িচং জোনাল অফিসে অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার (১৮ আগস্ট) বিকেলে লাইনম্যান মো. সাফায়েত ঘটনাস্থলে গিয়ে মিটার পরীক্ষা করতে গেলে তাকে এলোপাতাড়ি মারধর করেন মিলের মালিক আবুল হোসেন ভূঁইয়া ও সহযোগী জালাল উদ্দিন। ঘটনার পর স্থানীয়রা আহত লাইনম্যানকে উদ্ধার করে বুড়িচং স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অভিযুক্ত আবুল হোসেন রাজাপুর ইউনিয়নের চড়ানল গ্রামের আব্দুল মতিন ভূঁইয়ার ছেলে এবং জালাল উদ্দিন একই গ্রামের নূরুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লাইনম্যানকে একটি দোকানের ভেতরে নিয়ে গিয়ে মারধর করা হয়। খবর পেয়ে বুড়িচং পল্লীবিদ্যুৎ অফিস থেকে ১০-১৫ জন কর্মকর্তা-কর্মচারী মোটরসাইকেলে এসে জননী অয়েল ও রাইস মিলের মিটার খুলে নিয়ে যান।
আহত লাইনম্যান সাফায়েত বলেন, ডিজিএম স্যারের নির্দেশে মিটার পরীক্ষা করতে গেলে শংকুচাইল বাজারের জননী অয়েল মিলের মালিক ও তার লোকজন আমাকে এলোপাতাড়ি মারধর করে।
এ বিষয়ে অভিযুক্তদের মোবাইলফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি।
কুমিল্লা পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর বুড়িচং জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেন বলেন, আমাদের লাইনম্যানকে মারধর করায় দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তবে এ সময় মিটার খুলে নেওয়া প্রসঙ্গে তিনি কোনো মন্তব্য করতে চাননি।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক বলেন, পল্লীবিদ্যুৎ অফিসের লাইনম্যানকে মারধরের ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এসআরএস