দিনাজপুর: দিনাজপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নাজমুল ইসলাম (৩৫) নামে এক মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন।
সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার গোপালগঞ্জ বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল ইসলাম সদর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকার বাসিন্দা। তিনি একজন সবজি বিক্রেতা।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় বাসা থেকে ব্যবসার কাজে মোটরসাইকেল চালিয়ে দিনাজপুর শহরের দিকে যাচ্ছিলেন নাজমুল। পথে গোপালগঞ্জ বাজারের সামনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে।
এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান লিখন বলেন, খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। কোন গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে, তা শনাক্ত করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এসআই