নাটোরের বড়াইগ্রামে বজ্রপাতে মো. আবু তালেব (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (১৭ আগষ্ট) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার বাহিমালী গ্রামে এ ঘটনা ঘটে।
জোয়াড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আকবর আলী বাংলানিউজকে জানান, দুপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে আবু তালেব তার নিজের ধানের জমিতে কৃষিকাজ করছিলেন।
এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আবু তালেব দীর্ঘদিন বিদেশে থাকার পর সম্প্রতি বাড়িতে আসেন এবং নিজ জমিতে কৃষিকাজ শুরু করেন। তার এই অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরএ