ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

সারাদেশ

পদ্মায় ধরা পড়ল ৯ কেজির বিশাল চিতল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০০, আগস্ট ১৫, ২০২৫
পদ্মায় ধরা পড়ল ৯ কেজির বিশাল চিতল সংগৃহীত ফটো

রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মা নদীতে জাহিদ হালদারের জালে ধরা পড়া নয় কেজি ওজনের একটি চিতল মাছ বিক্রি হয়েছে ১৯ হাজার ৮শ টাকায়।

শুক্রবার (১৫ আগস্ট) সকালে মাছটি নিলামে কিনে কুমিল্লায় এক লন্ডন প্রবাসীর কাছে বিক্রি করেন দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ।

শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের কলাবাগান এলাকার পদ্মা নদীতে বিশাল আকৃতির ওই চিতলটি ধরা পরে জেলে জাহিদ হলদারের জালে।

পরে সেটি বিক্রি করতে ঘাট এলাকায় রেজাউলের মাছের আড়তে আনেন ওই জেলে। সেখানে মাছটি ওজন করে উন্মুক্ত নিলামের মাধ্যমে দুই হাজার একশ টাকা কেজি দরে মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ ১৮ হাজার ৯শ টাকায় কিনে নেন। পরে প্রতি কেজিতে ১শ টাকা লাভে কুমিল্লার লন্ডন প্রবাসীর কাছে ১৯ হাজার ৮শ টাকায় বিক্রি করেন।

দৌলতদিয়া পাঁচ নম্বর ফেরিঘাট এলাকার শাকিল সোহান মৎস্য আড়তের শাজাহান শেখ বলেন, দুই হাজার ১শ টাকা কেজি দরে কিনে কেজি প্রতি ১শ টাকা লাভে এক প্রবাসীর কাছে বিক্রি করেছি। পদ্মার মাছ সুস্বাদু হওয়ায় অনেক চাহিদা রয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় এখন বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে। জেলেরা মাছগুলো বিক্রি করে ভালো দাম পাচ্ছেন।

এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।