পাবনার ঈশ্বরদী উপজেলায় বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও ম্যাগাজিনসহ নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ আগস্ট) ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুর নূর বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত দেড়টার দিকে ঈশ্বরদী শহরের নারিচা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- ঈশ্বরদী পৌর এলাকার ইসলামপুর (ভূতেরগাড়ি) গ্রামের আকরাম হোসেনের ছেলে মো. শাহান হোসেন (২৩) ও একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ রিয়াদ হোসেন (২১)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান চালায়। নারিচা শাওন চা কোম্পানির ৫০ গজ দক্ষিণের সড়ক থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ (মেড ইন ইউএসএ) লোডিং বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়। পাশাপাশি তাদের ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেলও জব্দ করা হয়।
ঈশ্বরদী থানার ওসি আ স ম আব্দুর নূর জানান, গ্রেপ্তার ওই দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা নথিভুক্ত করা হবে। বিকেলে আদালতের মাধ্যমে তাদের পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।
এসআরএস