নাটোর: নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া দুই মাদরাসা ছাত্রের লাশ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নওপাড়া এলাকায় ফায়ার সার্ভিসের ডুবরি দল প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে তাদের লাশ উদ্ধার করে।
এর আগে দুপুর ২টার দিকে তারা গোসলে নেমে নিখোঁজ হয়েছিল।
মৃতরা হলো ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার দরিল্লা গ্রামের মো. রবিন আলীর ছেলে মো. রাব্বানি (১২) ও ফরিদ আলী নাটোর জেলার লালপুর উপজেলার নওপাড়া গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে মো. ফরিদ আলীর (১২)।
তারা দুজনই উপজেলার নওপাড়া হাজি আফছার আলী মদিনাতুলন উলুম হাফিজিয়া মাদরাসার ছাত্র।
এর মধ্যে রাব্বানি তার নানার বাড়িতে থেকে মাদরাসায় পড়তো।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে তারা উদ্ধার কার্যক্রম চালান। তিন ঘণ্টা ধরে চেষ্টার পর ঘটনাস্থলের কাছেই তাদের লাশ পাওয়া যায়। সেখান থেকে উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে রাতে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসআই