ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

সারাদেশ

নেত্রকোনায় পুরাতন ভবনের ছাদ ধসে ৩ শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৯, আগস্ট ১৪, ২০২৫
নেত্রকোনায় পুরাতন ভবনের ছাদ ধসে ৩ শ্রমিকের মৃত্যু ভবনের ছাদ ধসে নিহত তিন শ্রমিকের লাশ

নেত্রকোনা পৌর শহরের শহরের নাগড়া এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) সেচ বিভাগের একটি পুরাতন ভবন ভাঙার সময় ছাদ ধসে চাপা পড়ে তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই শ্রমিক।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত তিন শ্রমিক হলেন- নেত্রকোনা পৌর শহরের পলাশহাটি গ্রামের সাদেক মিয়ার ছেলে দীপু মিয়া (৩৯), জেলা সদর উপজেলার হলুদাটি গ্রামের শামছুদ্দিনের ছেলে হান্নান মিয়া (৩৮) ও আটপাড়া উপজেলার অভয়পাশা গ্রামের সালাম মিয়া (৪০)।

আহতরা হলেন- হাসান মিয়া (৩৮) ও সাইফুল ইসলাম (৩৫)। তাদের বাড়ি নেত্রকোনার বিভিন্ন এলাকায়।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, বিএডিসি সেচ অফিসের পুরাতন ভবনটি ভাঙার কাজ চলাকালে বিকেলে ছাদের একটি অংশ ভেঙে নিচে পড়ে। এতে পাঁচজন শ্রমিক চাপা পড়লে ঘটনাস্থলেই তাদের তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। গুরুতর আহত দুজন নেত্রকোনা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি আরও জানান, নিহতদের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।