হবিগঞ্জের চুনারুঘাটে পৈত্রিক জমি নিয়ে বিরোধের জেরে শাহ চেরাগ আলী (৫৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে তার বোনপক্ষের লোকজন। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার মিরাশী ইউনিয়নের মহদীর কোনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত চেরাগ আলী ওই গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, চেরাগ আলী ও তার বোন নুরুন্নাহারের মধ্যে পৈত্রিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ভোরে এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের (বোন পক্ষ) লোকেরা দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে চেরাগ আলীকে। তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে ঘটনার পরপরই অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়। পরে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল থেকে দুইজনকে আটক করে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম বলেন, “পৈত্রিক জমি নিয়ে ভাই-বোনের বিরোধে ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। দুইজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। ”
আরএ