কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বোমাংখিল গ্রামে বজ্রপাতে সিরাজুল ইসলাম (৪৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে খালেকুজ্জামান সেতুর পাশে একটি সবজি ক্ষেতে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিরাজুল একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম জাউচপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত হাফেজ আহমদ, যিনি কচ্ছপিয়া ইউনিয়নের ঘিলাতলী গ্রামের বাসিন্দা ছিলেন।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ শাহজাহান মনির এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সকাল থেকে বৃষ্টির মধ্যে সিরাজুলসহ সাতজন শ্রমিক বোমাংখিল এলাকায় মুলার একটি ক্ষেতে কাজ করছিলেন। দুপুর আড়াইটার দিকে বৃষ্টি শুরু হলে বজ্রপাতে গুরুতর আহত হন সিরাজুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ শাহজাহান মনির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।
এসআরএস