ঢাকা, সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

সারাদেশ

বিষ দিয়ে জমির ধান পোড়ানোকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪১, আগস্ট ১০, ২০২৫
বিষ দিয়ে জমির ধান পোড়ানোকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ১০ আহতরা

গোপালগঞ্জের মুকসুদপুরে বিষ দিয়ে জমির ধান পোড়ানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
 
রোববার (১০ আগস্ট) সকালে উপজেলার পশ্চিম বাহাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অলক কুমার সাহা জানান, জমি-জমা নিয়ে পশ্চিম বাহাড়া গ্রামের আক্কাস সরদারের সঙ্গে একই গ্রামের সহিদ সরদারের শত্রুতা চলে আসছিল।
 
রোববার সকালে এর জেরে সহিদ সরদার ও তার লোকজন আক্কাস সরদারের এক বিঘা জমির ধান বিষ দিয়ে পুড়িয়ে দেয়। এতে বাধা দিলে সহিদ সরদার ও তার লোকজন আক্কাস সরদার ও তার লোকজনের ওপর হামলা চালায়। এতে নারীসহ অন্তত ১০জন আহত হয়। এর মধ্যে গুরুতর আহতাবস্থায় ৬জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।