ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

চুয়াডাঙ্গায় ইজিবাইক চালকের ঝুলন্ত লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৬, অক্টোবর ১৬, ২০২৫
চুয়াডাঙ্গায় ইজিবাইক চালকের ঝুলন্ত লাশ উদ্ধার

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় রফিকুল ইসলাম (৪৫) নামে একজন ইজিবাইক চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে পৌর শহরের সিঅ্যান্ডবি পাড়ার একটি দোকান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত রফিকুল ইসলাম সিঅ্যান্ডবি মাঠপাড়ার ওহাব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সার্কিট হাউস সংলগ্ন ছোট ভাইয়ের বাঁশ ও সেনেটারি সামগ্রীর দোকানের ভেতরে ঝুলন্ত অবস্থায় রফিকুলের লাশ দেখতে পেয়ে চিৎকার করে ওঠেন তার স্ত্রী। পরে স্থানীয়রা ছুটে এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং পুলিশে খবর দেন।

স্থানীয় বাসিন্দা জহুরুল ইসলাম জানান, রফিকুল বেশ কিছু দিন ধরে ঋণগ্রস্ত ছিলেন। এ নিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। নেশা করায় তাকে কেউ ইজিবাইক ভাড়া দিতেও চাচ্ছিলেন না। তাই তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা হতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।