ঢাকা, সোমবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

সারাদেশ

বট বাহিনী ষড়যন্ত্র করে নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে: এস.এম জিলানী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৯, আগস্ট ১০, ২০২৫
বট বাহিনী ষড়যন্ত্র করে নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে: এস.এম জিলানী

সাতক্ষীরা: বট বাহিনী ষড়যন্ত্র করে পায়ে পা দিয়ে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে, তাদের পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম জিলানী।

রোববার (১০ আগস্ট) সাতক্ষীরা পৌর অডিটোরিয়ামে জেলা স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।

সভায় সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টোর সভাপতিত্বে ও সদস্য সচিব শরিফুজ্জামান সজীবের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নেছার হোসেন শফি, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক যুগ্ম আহ্বায়ক প্রভাষক আনারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন পাড়, আসাদুজ্জামান খোকা, মনজুরুল মোর্শেদ মিলন, মহাসিন আলম, খালিদ হাসান সুমন, মো. রাজিবুল ইসলাম, দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।

সভায় এস.এম জিলানী আরো বলেন, তারা মানুষের কাছে বেহেশতের টিকিট বিক্রি করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপিকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। গুজব ছড়িয়ে নির্বাচন বন্ধ ও মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। জনগণকে বিভ্রান্ত করে কোনো লাভ হবে না।

এসময় তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আগামী নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

 

এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।