ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

সারাদেশ

কুশিয়ারা নদীতে ভাসছিল নিখোঁজ ক্রিকেটারের লাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৩, আগস্ট ৯, ২০২৫
কুশিয়ারা নদীতে ভাসছিল নিখোঁজ ক্রিকেটারের লাশ মছব্বির আহমদ

হবিগঞ্জ: মৌলভীবাজারে মনু নদীতে পড়ে নিখোঁজ হওয়ার তিনদিন পর সাবেক ক্রিকেটার মছব্বির আহমদের (৩৫) লাশ সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদী থেকে উদ্ধার করা হয়েছে।

শনিবার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় হবিগঞ্জের নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জহিরুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানান।

নিহত মছব্বির মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের সোনাপুর (কালেঙ্গা) গ্রামের মো. ফিরোজ মিয়ার ছেলে। তিনি মৌলভীবাজার জেলা দলের সাবেক ক্রিকেটার ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (৬ আগস্ট) বিকেলে মছব্বির মিরপুর গ্রামে এক বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে পালপুর খেয়াঘাটে মাঝি ছাড়া নৌকা চালিয়ে মনু নদী পার হচ্ছিলেন। এক পর্যায়ে হঠাৎ পানিতে পড়ে তলিয়ে যান তিনি। এরপর পুলিশ, ফায়ার সার্ভিস, স্থানীয়রা ও স্বজনরা টানা খোঁজ চালিয়েও তাকে পাননি।

নিখোঁজের পর মৌলভীবাজার ও হবিগঞ্জের বিভিন্ন বাজারে তার ছবি ও যোগাযোগ নম্বর দিয়ে পোস্টার লাগানো হয়। শুক্রবার (৮ আগস্ট) রাতে জগন্নাথপুর উপজেলার বড় ফেচি এলাকায় কুশিয়ারা নদীতে ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা স্বজনদের খবর দেন। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর থানায় হস্তান্তর করে জগন্নাথপুর থানা পুলিশ।

এএসপি জহিরুল ইসলাম বলেন, নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় জিডি করা হয়েছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়। পরে কুশিয়ারায় লাশ পাওয়া যায়।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।