ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

সারাদেশ

পঞ্চগড়ে ছাত্রদল কর্মী জয় হত্যায় আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৭, আগস্ট ৭, ২০২৫
পঞ্চগড়ে ছাত্রদল কর্মী জয় হত্যায় আটক ১ ফাইল ফটো

পঞ্চগড়: পঞ্চগড়ে শহরের সিনেমাহল মার্কেট এলাকায় ছুরিকাঘাতে ছাত্রদল কর্মী জাবেদ উমর জয়কে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইসমাইল হোসেন ঝুনু (২৪) নামে একজনকে আটক করেছে পুলিশ।  

এদিকে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অপর অভিযুক্তদের আটকে অভিযান পরিচালনা করছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় আটকের বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান। তিনি জানান, এ ঘটনায় এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঝুনুকে পঞ্চগড় শহরের কায়েতপাড়া এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় এক বাড়ি থেকে আটক করা হয়েছে।

এ ঘটনায় নিহতের বড় ভাই আশরাফ আলী গণমাধ্যমকর্মীদের বলেন, আমার ভাইকে হত্যার সময় সেখানে ঝুনু, আল আমিনসহ তার সহযোগীরা উপস্থিত ছিল। এ ঘটনায় আমি নিজে বাদী হয়ে একটি হত্যা দায়েরের প্রস্তুতি গ্রহণ করছি। আমার ভাইয়ের খুনিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হোক।

এদিকে আটক ঝুনু একসময় ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করলেও বর্তমানে দলীয় পদে নেই বলে জানিয়েছেন পঞ্চগড় পৌর সেচ্ছাসেবক দলের বর্তমান সদস্য সচিব মাহাফুজার রহমান রতন। তিনি আরও জানান, ২০২২ সালেই তাকে বহিষ্কার করা হয়েছে। তার বাড়ি রাজনগড় নতুনবস্তি এলাকায়।

সরেজমিনে দেখা গেছে, বৃহস্পতিবার সকালে জয়-এর মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠায় পুলিশ। ময়নাতদন্ত শেষে দুপুর ২টা ৫০ মিনিটে পঞ্চগড় পৌর জানাজা ঘরে নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে তাকে পৌরসভার কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়।

জাবেদ উমর জয় পঞ্চগড় পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য ছিলেন এবং পঞ্চগড় ব্যারিস্টার জমির উদ্দীন সরকার কলেজিয়েট ইনস্টিটিউট থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি শহরের কদমতলা এলাকায় ‘সূচনা ফল ঘর’-এর ম্যানেজার পদেও কর্মরত ছিলেন। এর আগে জয় ২০২৩ সালে পঞ্চগড় সরকারি বিষ্ণপ্রসাদ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে।

এলাকাবাসী ও স্থানীয়দের অভিযোগে, বুধবার রাতে শহরের সিনেমা হল মার্কেট এলাকায় শত্রুতার জেরে জয়কে ছুরিকাঘাত করেন ছাত্রদল কর্মী ফারাজ ইসলাম আল আমিনসহ তার সহযোগীরা। গুরুতর আহত অবস্থায় প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে প্রায় ১ ঘণ্টা সহপাঠী, পঞ্চগড় বিষ্ণু প্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘বিপিয়ান’ সদস্যরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। শিক্ষার্থীরা শহরের চৌরঙ্গী মোড় এলাকায় অবস্থান নিয়ে ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘খুনিদের ফাঁসি চাই’—সহ বিভিন্ন স্লোগান দেন। এতে পঞ্চগড়-তেতুঁলিয়া মহাসড়কে শতাধিক যানবাহন আটকে যায়। বিক্ষোভ চলাকালে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শইমী ইমতিয়াজ ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ হিল জামান ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে অপরদের আটকে অভিযান পরিচালনার বিষয়টি আশ্বস্ত করলে শিক্ষার্থীরা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন। পরে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানায়। জেলা প্রশাসক সাবেত আলী শিক্ষার্থীদের দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দেন।

পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ জানান, হত্যাকাণ্ডে জড়িত ঝুনুকে আটক করা হয়েছে। এখনও মামলা হয়নি, তবে আমরা বাকি জড়িতদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছি।

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।