ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

সারাদেশ

খাগড়াছড়িতে ইউপিডিএফের ২ পক্ষের মিছিলে ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫০, আগস্ট ৫, ২০২৫
খাগড়াছড়িতে ইউপিডিএফের ২ পক্ষের মিছিলে ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১ ঘটনাস্থলে অবস্থান করছেন পুলিশ সদস্যরা।

খাগড়াছড়িতে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর মিছিল চলাকালে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে গুলিতে এক নারী আহত হয়েছে বলে দাবি করেছে ইউপিডিএফ (প্রসিত)।

 

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শহরের চেঙ্গী স্কোয়ার এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) পৃথক বিক্ষোভ মিছিল বের করে। মিছিল দুটি শহরের চেঙ্গী স্কোয়ারে পৌঁছালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় ইউপিডিএফ-প্রসিত গ্রুপের মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

ইউপিডিএফ-প্রসিত গ্রুপের সংগঠক অংগ্য মারমা দাবি করেছেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন দিবস উপলক্ষে খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ারে একটি বিক্ষোভ মিছিল পৌঁছালে প্রতিপক্ষের গুলিতে অনাদী চাকমা (৬০) নামে তাদের এক নারী আহত হয়েছেন। ঘটনার জন্য সংস্কারপন্থিদের দায়ী করা হয়।

অন্যদিকে ইউপিডিএফ-গণতান্ত্রিক এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা বলেন, ৫ আগস্ট উপলক্ষে পাহাড়ি ছাত্র পরিষদ একটি আনন্দ মিছিল বের করে। চেঙ্গী স্কয়ারে পৌঁছালে ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) ইট-পাটকেল নিক্ষেপ করলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলেও গুলির খবর সঠিক নয়।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, ইউপিডিএফের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।