ঢাকা, সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

সারাদেশ

হাতকড়াসহ পালালেন আ.লীগ নেতা    

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৩, আগস্ট ৪, ২০২৫
হাতকড়াসহ পালালেন আ.লীগ নেতা 
   আব্দুল মজিদ

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচংয়ে গণঅভ্যুত্থানে নয়জনকে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ হাতকড়াসহ পালিয়ে গেছেন।

সোমবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার কাগাপাশা ইউনিয়নের বাতাকান্দী গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

তিনি এ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। আব্দুল মজিদ নৌকা প্রতীকে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন।
 
স্থানীয়রা জানান, গ্রেপ্তারের পর হাতকড়া পরিয়ে নৌকায় করে থানায় নেওয়ার জন্য আব্দুল মজিদকে নদীর ঘাটে নিচ্ছিল পুলিশ। এসময় বাড়ির সামনেই হঠাৎ লাফিয়ে পড়েন তিনি। এরপর তিনি হাতকড়াসহ পালিয়ে যান।

এলাকাবাসী জানান, পালানোর পর বিপুল সংখ্যক পুলিশ কয়েকটি গ্রাম ঘিরে তল্লাশি করেও তাকে আটক করতে পারেনি।

বানিয়াচং থানার উপপরিদর্শক (এসআই) সজীব দাস বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।