ঢাকা, সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

সারাদেশ

জাজিরায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৬, আগস্ট ৪, ২০২৫
জাজিরায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার  মোশাররফ বেপারী

শরীয়তপুরের জাজিরা উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোশাররফ বেপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে তাকে জাজিরা পৌর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোশাররফ বেপারী জাজিরার দক্ষিণ বাইকশা গ্রামের মৃত আলাউদ্দিন বেপারীর ছেলে।

জাজিরা থানা পুলিশ সূত্রে জানা গেছে, জাজিরা উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোশাররফ বেপারীর বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে জাজিরা থানার এসআই বাহাউদ্দিন বাবলার নেতৃত্বে জাজিরা পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।  

এ ছাড়াও তার বিরুদ্ধে সাংবাদিকদের কাজে বাধা দেওয়ার অভিযোগও রয়েছে।  

এ ব্যাপারে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, জাজিরা উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোশাররফ বেপারীর বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। এছাড়াও এক ব্যক্তির কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তার নামে মামলার প্রস্তুতি চলছে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।