ঢাকা, সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

সারাদেশ

সিরাজগঞ্জে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৯, আগস্ট ৪, ২০২৫
সিরাজগঞ্জে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২  মানচিত্র

সিরাজগঞ্জ: বগুড়ার সারিয়াকান্দি থেকে গরু চুরি করে নৌপথে পালানোর সময় সন্দেহভাজন হিসেবে সিরাজগঞ্জের কাজিপুরে গণপিটুনির শিকার হয়ে দুজন নিহত হয়েছেন। এসময় আহত অবস্থায় দুজনকে আটক করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

 

রোববার (৩ আগস্ট) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বগুড়ার সারিয়াকান্দি, ধুনট মোড়, কাজিপুর এলাকায় এসব ঘটনা ঘটে। রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচ ঠাকুরি এলাকা থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়।  

নিহতরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক (৫৫) ও টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বেরিপোটলের গ্রামের রাশেদুল (৪৫)।  

গণপিটুনিতে আহত হওয়ার পর আটক করা হয়েছে টাঙ্গাইল জেলার সদর উপজেলার বাধাসিরা গ্রামের মফিজের ছেলে ফারুক (৪০) ও সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়া গ্রামের মঞ্জিল শেখের ছেলে মো. বিক্রম (৪০)।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম জানান, রোববার বিকেলে সারিয়াকান্দি যমুনার চরাঞ্চল থেকে তিনটি গরু চুরি করে নৌকায় বেঁধে নিয়ে আসছিলেন পাঁচ চোর। বিষয়টি কয়েকজন রাখাল টের পেয়ে চিৎকার করেন এবং অপর একটি নৌকা নিয়ে তাদের ধাওয়া করেন। একপর্যায়ে তাদের নৌকার তেল ফুরিয়ে গেলে আর ধাওয়া করতে পারেননি। চোরের দল তখন সারিয়াকান্দির সীমানা পার হয়ে কাজিপুর সীমানায় চলে আসে। এসময় জেলেরা মোবাইল ফোনে ফোনে একে অপরকে গরুচুরির বিষয়টি জানান।  

একপর্যায়ে কাজিপুর উপজেলার শুভগাছা ইউনিয়নের আফাননগর এলাকার লোকজন তাদের আটক করে গণপিটুনি দেন। এদের মধ্যে তিনজন নৌকা থেকে লাফিয়ে পালিয়ে যান। বাকি দুজনকে আটক করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনটি গরুর মধ্যে একটি শক্তভাবে বাঁধার কারণে মারা যায়।  

সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আহসানুজ্জামান বলেন, গণপিটুনির শিকার হয়ে নদীতে ঝাঁপ দেওয়া একজনের লাশ ভাসতে ভাসতে কাজিপুর থানার সীমানা শেষে সদর থানার পাঁচঠাকুরী এলাকায় আসে। অপর একজনকে আহত অবস্থায় নদী থেকে উদ্ধার করা হয়। এ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

সিরাজগঞ্জ নৌ পুলিশের ওসি মো. রফিকুল ইসলাম বলেন, নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা করা হচ্ছে।  

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।