ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

সারাদেশ

পাইপ বসাতে গিয়ে ধসে পড়ল রাস্তা, দুর্ভোগে শতাধিক গ্রামের মানুষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৭, আগস্ট ৩, ২০২৫
পাইপ বসাতে গিয়ে ধসে পড়ল রাস্তা, দুর্ভোগে শতাধিক গ্রামের মানুষ ধসে পড়া সড়ক

হবিগঞ্জের লাখাই উপজেলায় জলাবদ্ধতা নিরসনে সড়কের নিচে পাইপ বসাতে গিয়ে প্রায় ২০ ফুট রাস্তা ধসে পড়েছে। এতে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার শতাধিক গ্রামের মানুষ ও যান চলাচলে চরম ভোগান্তি দেখা দিয়েছে।

রোববার (৩ আগস্ট) সকালে উপজেলার মোড়াকরি ইউনিয়নের লক্ষ্মীপুর মাঝহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোড়াকরি বাজার থেকে লক্ষীপুর ও সুবিদপুর পর্যন্ত এই সড়ক ব্যবহার করেন লাখাই উপজেলার পাশাপাশি মাধবপুরের শাহজীবাজার, বাঘাসুরা এবং ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ধরমণ্ডলসহ দুই জেলার শতাধিক গ্রামের মানুষ। সড়কের অংশ ধসে পড়ায় চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

স্থানীয়রা জানান, জলাবদ্ধতা দূর করতে মহল্লাবাসী খাইরুল ও ফারুক মিয়ার উদ্যোগে এবং ইউপি সদস্য হিরা মিয়ার পরামর্শে সড়কের নিচে পাইপ বসানো হয়। এরপর পানির চাপে সড়কের একটি বড় অংশ ধসে পড়ে।

ফলে মাইক্রোবাস, সিএনজি অটোরিকশা, ইজিবাইক, ট্রলি ও মিনি ট্রাকসহ সবধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। নিত্যপণ্য পরিবহনেও সৃষ্টি হয়েছে বিপর্যয়।

স্থানীয় ব্যবসায়ী বাহার উদ্দিন বলেন, “এই সড়ক দিয়ে হবিগঞ্জ সদরসহ আশপাশের বহু এলাকার মানুষ যাতায়াত করেন। এখন পুরো ব্যবসা-বাণিজ্যই স্থবির হয়ে পড়েছে। ”

এ বিষয়ে ইউপি সদস্য হিরা মিয়া বলেন, “কাজ চলার সময় আমি সেখানে ছিলাম না, তবে পানি নিষ্কাশনের জন্য এলাকাবাসীকে পাইপ বসানোর পরামর্শ দিয়েছিলাম। আপাতত একটি সাকো বানিয়ে পথচারীদের চলাচলের ব্যবস্থা করব। ”

মোড়াকরি ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল বলেন, “মহল্লাবাসী আমার অনুমতি না নিয়েই রাস্তার নিচে ছিদ্র করেছে। তারা বুঝতেই পারেনি এতে এত বড় ক্ষতি হতে পারে। বিষয়টি ইউএনওকে জানিয়েছি। ”

তবে লাখাই উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপম দাস অনুপের ব্যবহৃত সরকারি নম্বরে একাধিকবার কল করেও যোগাযোগ সম্ভব হয়নি।

এ বিষয়ে এলজিইডির উপজেলা প্রকৌশলী এহতেশামুর হক বলেন, “রাস্তা কাটার ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের সঙ্গে কোনো ধরনের পরামর্শ ছাড়াই বেআইনিভাবে কাজটি করা হয়েছে। উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সড়কটি দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে। ” 

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।