গাজীপুরের কালিয়াকৈর থানার পাশ থেকে দলিল লেখকের জমি রেজিস্ট্রেশনের পৌনে ৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (৩০ জুলাই) বিকেল তিনটার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়াকৈর রেজিস্ট্রেশন অফিসের দলিল লেখক মো. জুলহাস উদ্দিন নিজের জমির রেজিস্ট্রেশনের জন্য পৌনে ৯ লাখ টাকা তার ছেলে প্রিন্স ও ভাগিনা রাশেদ খানের মাধ্যমে কালিয়াকৈর বাজারে সোনালী ব্যাংকে পাঠান।
টাকা নিয়ে তারা একটি অটোরিকশায় করে ব্যাংকের পথে রওনা দেন। পথে উপজেলা খাদ্যগুদামের কাছে পৌঁছালে হঠাৎ একটি প্রাইভেটকার তাদের অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে প্রিন্স ও রাশেদ আতঙ্কিত হয়ে পড়েন। সেই সুযোগে ছিনতাইকারীরা দ্রুত তাদের কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে প্রাইভেটকারে পালিয়ে যায়।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, ছিনতাইয়ের ঘটনাটি শুনেছি। তবে ঠিক কত টাকা ছিনতাই হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ তদন্ত করছে।
আরএস/এমজে