নিজ থেকে সরকারি জায়গা দখলমুক্ত করার জন্য অনুরোধ জানালেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের স্থানীয় চেয়ারম্যান ইয়াছিন আরাফাত রবিন।
মঙ্গলবার (২৯ জুলাই) শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন আরাফাত রবিনের সহযোগিতায় উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার সরকারি রাস্তা ও আশপাশের জমির মাপজোখ কার্যক্রম পরিচালনা করেন।
ইউপি চেয়ারম্যান এ পরিস্থিতিতে সবাইকে অনুরোধ করে বলেন, "সরকারি রাস্তার উভয় পাশে অন্তত ৫ ফুট জায়গা স্বেচ্ছায় ছেড়ে দিন। না হলে ভূমি অফিস বাধ্য হয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করবে। তাতে আপনাদেরই ক্ষয়ক্ষতি হবে।
এই প্রসঙ্গে চেয়ারম্যান জানান, ভূমি অফিসের সার্ভেয়ারকে নিয়ে সরকারি রাস্তাঘাট মাপজোখ করি। মাপজোখ শেষে দেখা যায়, বাজারের রাস্তাসহ একাধিক সরকারি জমি স্থানীয় কিছু ব্যবসায়ীর দখলে রয়েছে।
তিনি আরও জানান, জনগণের স্বার্থে ও বাজারে যানজট নিরসনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং জনসচেতনতা তৈরি করতেই শুরুতেই অনুরোধ জানানো হয়েছে।
সিন্দুরখাঁন বাজারে সরকারি রাস্তার জায়গা অবৈধভাবে দখল করে বিভিন্ন বাণিজ্যিক স্থাপনা গড়ে উঠেছে। এর ফলে প্রতিনিয়ত বাজার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে, ভোগান্তিতে পড়ছে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।
আরএ